Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

.

সিটিজেন চার্টার ঃ

 বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)

বিআরডিবিপ্রদত্ত সেবাসমূহঃ

*ক্ষুদ্র এবং মাঝারি কৃষকগণ কৃষক সমবায় সমিতি এবং মহিলারা মহিলা সমবায় সমিতির সদস্য হতে পারেন।

*  ক্ষুদ্র্ কৃষক ও প্রান্তিক চাষী এবং বিত্তহীন পুরুষ ও মহিলারা যথাক্রমে পুরুষ ও মহিলা দলের সদস্য হতে পারেন।

* গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন, কায়িক পরিশ্রমের উপর নির্ভরশীল,স্থায়ী আয়ের অন্য কোন উৎস নেই, অন্য কোন সংগঠনের

  সাথে সম্পৃক্ত নয় বা অন্য কোন প্রতিষ্ঠানের নিকট ঋণী নয় এমন ১৮ থেকে ৫৫ বছরের যে কোন পুরুষ ও মহিলা বিত্তহীন পুরুষ/মহিলা দলের সদস্য হতে পারেন।

* সদস্য পদ গ্রহণের পর দলে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন সাপেক্ষে ১ জন সদস্য ৩ মাসের মধ্যে ঋণ পেতে পারেন।

* কোন রকম জামানত ছাড়াই  ঋণ প্রদান করা হয়;

* উপকারভোগীরা সামাজিক সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কল্পে আয়বর্ধক কর্মকান্ডের উপর প্রশিক্ষণ পেয়ে থাকেন ;

* আয় বৃদ্ধি মূলক কর্মকান্ড বাস্তবায়নের জন্য উপকারভোগী সদস্য ১০,০০০/- টাকা থেকে ৪০,০০০/- টাকা পর্যন্ত ঋণ পেয়ে থাকেন ;

* ঋণের যাবতীয় কাগজপত্র উপজেলা বিআরডিবি দপ্তর থেকে সরবরাহ করা হয়ে থাকে ;

*  উপকারভোগী সদস্যগণ ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমার মাধ্যমে নিজস্ব পুঁজি গঠন করে থাকেন ;

* পরিবারের ২ জন সদস্য( ১ জন পরুষ ও ১ জন মহিলা) পৃথক পৃথক ভাবে পুরুষ ও মহিলা দলের সদস্য হতে পারেন ;

 

বিআরডিবি’র সেবা সম্পর্কে বিস্তারিত জানার জন্য উপজেলা পল্লী পল্লী উন্নয়ন অফিসারের সাথে যোগাযোগ করা যেতে পারে

 

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, ব্রাক্ষণবাড়িয়া জেলা দপ্তরের মাধ্যমে নিম্নবর্ণিত সেবাসমূহ প্রদান করা হয়ঃ

 

মূল কর্মসূচীসহ  অন্যান্য সকল প্রকল্প/কর্মসূচি এর আওতায় সমিতি/দল গঠন সম্পর্কিত সকল প্রকার তথ্য সরবরাহ করা হয়ঃ

* সোনালী ব্যাংক ঋণ, আবর্তক কৃষি ঋণসহ সকল প্রকল্পের ঋণ বিতরণ সম্পর্কিত তথ্য সরবরাহ করা হয় ;

* সচেতনতা বৃদ্ধি,নেতৃত্বের বিকাশ,ব্যবস্থাপনা,হিসাব ব্যবস্থাপনাসহ পেশা ভিত্তিক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান সম্পর্কিত তথ্য সরবরাহ করা হয় ;

* বৃক্ষ রোপণ,মৎস চাষ,উন্নত চুল্লী ব্যবহার ও স্যানিটেশন সম্পর্কে উদ্বুদ্ধকরণ কর্মকান্ডে সহযোগিতা ;

* সেচযন্ত্র বিতরণ এবং বাজারজাতকরণ সম্পর্কে অবহিতকরণ ;

* নারী, শিশু নির্যাতন ও যৌতুক প্রথার বিরূদ্ধে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা ;

* কৃষি উপকরণ সংগ্রহ,সরবরাহ  ও ব্যবহারে সহযোগিতা ;

* জেলা অথবা জেলার আওতাধীন উপজেলা  পর্যায়ের যে কোন অভিযোগের প্রতিকার বিধান ;

* জেলা দপ্তরে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী সংশ্লিষ্ট সকলের  সংগে ভাল আচরণ করতে অংগীকারাবদ্ধ।

ব্রাক্ষণবাড়িয়া জেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কার্যক্রম ।

 

 ১।

আওতাভূক্ত উপজেলার সংখ্যা

:   

টি

২।

উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সংখ্যা

:   

টি

৩।         মহিলা উন্নয়ন অনুবিভাগ (মউ):    ৪ টি
৪।গুচ্ছগ্রাম:    টি

৫।

ক) কৃষক সমবায় সমিতির সংখ্যা

:১৪৩৮

টি

 

খ) মহিলা সমবায় সমিতির সংখ্যা

: ১৬২

টি

গ) বিত্তহীন পুরম্নষ দলের সংখ্যা

:

টি

ঘ) বিত্তহীন মহিলা দলের সংখ্যা

:

টি

 

  মোট সমবায় সমিতি/দলের সংখ্যা

:

টি

৬।

সর্বমোট উপকারভোগী সদস্য /সদস্যা সংখ্যা

:

 জন

৭।

সর্বমোট পূজি গঠন (শেয়ার ও সঞ্চয় )

:

 কোটি    লক্ষ টাকা

৮।

সর্বমোট বাস্তবায়নাধীন কর্মসূচী/প্রকল্পের সংখ্যা

:     ১১

টি  

 

 ১ ।মূল কর্মসূচী

২। আবর্তক(কৃষি) ঋণ কর্মসুচী

৩। সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচী

৪। পল্লী দারিদ্র বিমোচন কর্মসূচী

৫। অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের জন্য প্রশিক্ষণ ও আত্মকর্মসংসহান কর্মসূচী

৬। পল্লী প্রগতি প্রকল্প

৭। মহিলা উন্নয়ন অনুবিভাগ (মউ)

৮। দুস্থ: পরিবার উন্নয়ন সমিতি (দুপউস)

৯। অংশিদাদ্রিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-২

১০। একটি বাড়ি একটি খামার প্রকল্প

১১।অপ্রধান শষ্য উদপাদন সংরক্ষণ প্রক্রিয়াকরণ  বাজারজাতকরণ কর্মসূচী ২য় পর্যায়ে।

     কোটি    লক্ষ টাকা ৩০/০৬/২০১৪খ্রি: পর্যন্ত।

৯।

 সর্ব মোট ঋণ বিতরন  =  লক্ষ টাকা

 
১০।সর্ব মোট ঋণ আদায় =  লক্ষ টাকা 

ব্রাক্ষণবাড়িয়া জেলার বিআরডিবি’র মাধ্যমে উপজেলা পর্যায়ে ৯টি উপজেলা দপ্তরের মাধ্যমে ১১টি প্রকল্প/কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে । বাস্তবায়িত প্রকল্প/কর্মসূচীর তালিকায় :

১।  মূল কর্মসূচী  ২।  আবর্তক(কৃষি) ঋণ কর্মসূচী ৩। সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচী(সদাবিক) ৪। পল্লী দারিদ্র বিমোচন কর্মসূচী (পদাবিক) ৫। অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের জন্য প্রশিক্ষণ ও আত্মকর্মসংসহান কর্মসূচী ৬। পল্লী প্রগতি প্রকল্প ৭। মহিলা উন্নয়ন অনুবিভাগ(মউ) ৮। অংশীদারিত্ব মূলক পল্লী উন্নয়ন প্রকল্প-২(পিআরডিপি-২) ৯। দুস্থ: পরিবার উন্নয়ন সমিতি (দুপউস) ১০। একটি বাড়ি একটি খামার প্রকল্প  ১১। গুচ্ছগ্রাম

 

প্রকল্প/কর্মসূচীওয়ারী বিবরণ

১।             মূল  কর্মসূচী :-

                দ্বিস্তর সমবায় ভিত্তিক প্রতিষ্ঠানিক কাঠামো’র আওতায় পল্লীর ক্ষুদ্র প্রান্তিক চাষীদের সংগঠিত করে সংগঠনের মাধ্যমে তাদেরকে মূলধন গঠন, অব্যাহত তদারকী ঋণ সরবরাহ, নিবিড় প্রশিক্ষণ ও প্রযুক্তিতে সহায়তা প্রদান করে দেশে সহায়ী খাদ্য নিরাপত্তা সৃষ্টিতে অবদান রাখা বিআরডিবির মূল কর্মসূচীর উদ্দেশ্য । কর্মসূচীটি জেলার ৫টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।

বাস্তবায় অগ্রগতি।

ক্রমিক নং

কর্মকান্ডের বিবরণ

মোট অগ্রগতি

 ০১

সমিতি গঠন                                                                                                            

১৪৩৮ টি

 ০২

সদস্য অন্তর্ভূক্তি

৫২,৩৩৩ জন

 ০৩

পুজিঁগঠন

 লক্ষ টাকা

 ০৪

ঋণ বিতরণ

লক্ষ টাকা

 ০৫

ঋণ আদায়  

লক্ষ টাকা

২। আবর্তক(কৃষি) ঋণ কর্মসূচী:

বিআরডিবি’র ঋণ কার্যক্রমের উন্নয়ন সহযোগী অর্থ সরবরাহকারী ছিল দেশের রাষ্ট্রীয় ব্যাংকগুলো । বিভিন্ন কারনে এ খাতে ব্যাংক অর্থায়ন সংকুচিত হয়ে আসে। দারিদ্র বিমোচন কৌশলপত্র বাস্তবায়নে ২০০৩-০৪ অর্থ বছর থেকে রাজস্ব বাজেটের আওতায় গ্রাম অঞ্চলে সমবায় সমিতির সদস্য/সদস্যদের মধ্যে বিতরণের জন্য আবর্তক কৃষি ঋণ কর্মসূচী চালু করা হয়। কর্মসূচীটি ব্রাক্ষণবাড়িয়া জেলায়  বাস্তবয়িত হচ্ছে।

মোট বিতরণের পরিমাণ

মোট ঋণ আদায়

                                                    লক্ষ টাকা

                                                 লক্ষ টাকা

 

৩।            সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচী(সদাবিক):

দেশের সকল শ্রেণীর নারী পুরুষ, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বর্গাচাষীসহ দারিদ্র পীড়িত জনগোষ্ঠীর দারিদ্র হ্রাসের বিষয়টি গুরুত্ব আকারে বিবেচনা করে ২০০৩-০৪ সাল হতে  প্রকল্পটি ব্রাক্ষণবাড়িয়া জেলায়  বাস্তবয়িত হচ্ছে।

বাস্তবায়ন অগ্রগতি ।

ক্রমিক নং

কর্মকান্ডের বিবরণ

মোট অগ্রগতি

০১

 দল গঠন

২২৫ টি

০২     

 সদস্য ভূক্তি

৭২৪২ জন

০৩

 সঞ্চয় জমা 

৪৯.৩৬ লক্ষ টাকা

০৪

ঋণ বিতরণ

১০২১.৪২ লক্ষ টাকা

০৫

 ঋণ আদায়

লক্ষ টাকা

৪।             পল্লী দারিদ্র বিমোচন কর্মসূচী(পদাবিক):

প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো প্রকল্প এলাকার দরিদ্র পুরুষ ও মহিলা জনগোষ্ঠিকে অনানুষ্ঠানিক দলে সংগঠিত করে আয়বর্ধনমূলক কর্মকান্ডে সর্ম্পৃক্ত সহ কর্মসংসহানের সৃষ্টি এবং জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা দানসহ সহায়ী ভাবে তাদের দারিদ্র্য বিমোচনের ব্যবস্থা করা। এ লক্ষ্যে উপকারভোগীদের দক্ষতা বৃদ্ধি, মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান । নিজস্ব পূজিঁগঠন, আয়বর্ধনমূলক কর্মকান্ডে পরিচালনার জন্য ঋণ প্রদান এবং বাজারজাতকরণের সুবিধা প্রদান ।

বাস্তবায় অগ্রগতি।

ক্রমিক নং

কর্মকান্ডের বিবরণ

মোট অগ্রগতি

০১

সমিতি গঠন

৬০৬  টি

০২

সদস্য অন্তর্ভূক্তি

 ১৩৮৬৩ জন

০৩

 সঞ্চয় জমা

 ১৯৮.৭২ লক্ষ টাকা

০৪

 মোট ঋণ বিতরণ

৮৫৯১.৫৭ লক্ষ টাকা

০৫

 মোট ঋণ আদায়

লক্ষ টাকা

 

৫।             অস্বচ্ছল মুক্তিযোদ্বা ও তাদের পোষ্যদের জন্য প্রশিক্ষণ ও আত্নকর্মসংসহান কর্মসূচী :

দেশমাতৃকার স্বাধীনতা অর্জনে এদেশের বীরমুক্তিযোদ্ধাদের কৃতিত্ব সর্বজন স্বীকৃত । স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের অনেকেই আর্থিক দৈন্যতায় মানবেতর জীবন যাপন করছেন।সম্পদে পিছিয়ে পড়া ঐ সকল অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাঁদেও পোষ্যদেও পরিবারকে আর্থিকভাবে স্বনির্ভও ও সফল করার ল্যক্ষে সরকারী অর্থায়নে ব্রাক্ষণবাড়িয়া জেলায় প্রকল্পটি বাস্তবয়িত হচ্ছে ।

বাস্তবায়ন অগ্রগতি :

ক্রমিক নং

কর্মকান্ডের বিবরণ

মোট অগ্রগতি

০১

ঋণ বিতরন

২০৩.৬৬ লক্ষ টাকা

০২

 ঋণ আদায়

 লক্ষ টাকা

৬।            পল্লী  প্রগতি প্রকল্প:

পল্লী প্রগতি প্রকল্পটি সম্পূর্ন ভাবে বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় ব্রাক্ষণবাড়িয়া জেলায় প্রকল্পটি বাস্তবয়িত হচ্ছে।  পল্লী  অঞ্চলে ব্যবহারযোগ্য প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদের ব্যবহার করে গ্রাম অঞ্চলের সার্বিক উন্নতি সাধন, দরিদ্র জনযোষ্ঠিকে আয়বর্ধন কর্মকান্ডে প্রশিক্ষত করার পাশাপাশি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ প্রদান করে দারিদ্র বিমোচন করা ও শহরে অভিগমনের প্রবনতা হ্রাস, সমন্বিত ব্যবসহাপনার মাধ্যমেপল্লী অঞ্চলের কৃষি, স্বাসহ্য ও পুষ্টি, শিক্ষা পরিবার কল্যাণ, পানি ও পয়: নিস্কাশন ইত্যাদিসহ সকল সেবার প্রত্যাশিত মান নিশ্চিত করা এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য ।

বাস্তবায়ন অগ্রগতি :

ক্রমিক নং

কর্মকান্ডের বিবরণ

মোট অগ্রগতি

 ০১

 দল গঠন

 ১১৭ টি

০২

 সদস্য অন্তভূক্তি

 ২৬৯২ জন

০৩

সঞ্চয় আমানত

৩০.৬০ লক্ষ টাকা

 ০৪

 মোট ঋণ বিতরণ

৫৬৩.০৪ লক্ষ টাকা

০৫

 মোট ঋণ আদায়

 লক্ষ টাকা

 

৭।             মহিলা উন্নয়ন অনুবিভাগ(মউ) :

গ্রামীণ মহিলাদের দারিদ্র দূরীকরণের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন ও সমন্বিত গ্রামীণ মহিলা উন্নয়ন কর্মসূচী(সমক), সমবায় সমিতি গঠন পূর্বক সদস্যদের নিজস্ব পূজিঁগঠণে সহায়তা করা, মহিলাদের আয়বর্ধকমূলক কর্মকান্ডে অংশগ্রহণের জন্য ঋণ প্রদান ও তদারকি, উপজেলা পর্যায়ে নিয়মিত প্রশিক্ষনের মাধ্যমে সমবায়ীদের মধ্যে নেতৃত্বেও বিকাশ, নারীর ক্ষমতায়ন, স্বাসহ্য ও পুষ্টি কৃষি বিষয়ক কার্যক্রম, নার্সারী ও পরিবেশ উন্নয়ন সহ পরিবার পরিকল্পনা পদ্ধতি গহণে উদ্ভদ্বকরণ , বিভিন্ন সংক্রামনজনিত রোগ ও তার প্রতিকার, এইচ,আইভি/এইডস, ভোটাধিকার প্রয়োগের গুরত্ব ইত্যাদি বিষয়ে সচেনতা গড়ে তোলা এ বিভাগের উদ্দেশ্য । বাস্তবায়ন অগ্রগতি:

ক্রমিক নং

কর্মকান্ডের বিবরণ

মোট অগ্রগতি

০১

 সমিতি গঠন

১৬২ টি

০২

সদস্য অমত্মর্ভূক্তি

৩৬৭৮ জন

০৩

 শেয়ার জমা

৫০.৩২ লক্ষ টাকা

 ০৪

 সঞ্চয় আমানত

৯১.১৫ লক্ষ টাকা

 ০৫

মোট ঋণ বিতরণ

 ৩৩০০.৮২ লক্ষ টাকা

০৬

মোট ঋণ আদায়

  লক্ষ টাকা

 

৮।  অংশীদারিত্বমূলক  পল্লী  উন্নয়ন প্রকল্প-২(পিআরডিপি-২) :

যোগাযোগ সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির মাধ্যমে তৃণমূল পর্যায়ে জবাব দিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ, ইউনিয়ন পরিষদকে ওয়ানস্টপ সার্ভিস ডেলিভারী ষ্টেশনে রূপান্তরকরা, সহানীয সম্পদের সুষ্ঠ আহরণ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ এবং সামাজিক পূজিঁগঠণে সহায়তা প্রদান, সরকারী-বেসরকারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান/সংস্থা এবং সহানীয় পর্যায়ে সেবা গ্রহণকারী পক্ষ সমূহের মধ্যে সংযোগ ও সমন্বয় বৃদ্ধি এবং তার জোরদারকরণ ও নিজস্ব উদ্যোগে পরিকল্পনা প্রণয়ন এবং ব্যক্তিগত ও আর্থিক অংশগ্রহণের মাধ্যমে তা বাস্তবায়ন এ প্রকল্পের উদ্দেশ্য । প্রকল্পটি বাস্তবায়নের অগ্রগতি।

ক্রমিক নং

কর্মকান্ডের বিবরণ

মোট অগ্রগতি

 ০১

  গ্রাম কমিটি  গঠন

 টি

০২

 গ্রাম কমিটি  (জিসি) প্রকল্প গ্রহণ

 টি

 ০৩

 ইউনিয়ন কমিটি(ইউসিসি) প্রকল্প গ্রহণ

 টি

 ০৪

 গ্রামবাসী প্রশিক্ষণ ব্যাচ সংখ্যা

 টি

 ০৫

 প্রশিক্ষণগ্রহণকারীর সংখ্যা

 জন

 

৯।   দুস্থ: পরিবার উন্নয়ন সমিতি (দুপউস)

বাংলাদেশপল্লী  উন্নয়ন বোর্ড দেশের বিভিন্ন অঞ্চলে দারিদ্র বিমোচন মূলক যে সকল প্রকল্প বাস্তবায়ন করে আসছে এর মধ্যে অন্যতম দুস্থ: পরিবার উন্নয়ন সমিতি (দুপউস)। আর্থিক সহযোগিতাপূষ্ট  দুস্থ: পরিবার উন্নয়ন সমিতি (দুপউস) । প্রকল্পটি বাস্তবায়ন অগ্রগতি।

ক্রমিক নং

কর্মকান্ডের বিবরণ

মোট অগ্রগতি

০১

সমিতি গঠন

৩২ টি

০২

 সদস্য অমত্মর্ভূক্তি

 ৭৯৫ জন

০৩

পুজিঁগঠন

২.৫০ লক্ষ টাকা

০৪

মোট ঋণ বিতরণ

৩৬.০০ লক্ষ টাকা

 ০৫

 মোট ঋণ আদায়

 লক্ষ টাকা

 

১০।  একটি বাড়ি একটি খামার  প্রকল্প;

পটভূমি :

                মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত বর্তমান সরকার কর্তৃক ‘‘ঘোষিত দিন বলদের সনদ’’ বাস্তবায়নের ল্যক্ষে সরকারের অগ্রগাধিকারভহক্ত নির্বাচনী অংগীকারের মধ্যে দারিদ্র বিমোচন অন্যতম। নির্বাচনী ইস্তেহার এবং রূপকল্প ২০২১ সাল অনুযায়ী ২০১২ সালের মধ্যে দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার ল্যক্ষে ফসল উৎপাদন বৃদ্ধি এবং ২০১৫ সালের মধ্যে দারিদ্র হার অর্ধেকে নামিয়ে আনা সহ ‘‘ডিজিটাল বাংলাদেশ’’ গড়ার বিষয়ে সরকার দৃঢ প্রতিঞ্জ । এ অংগীকারের আলোকে বর্তমান সরকার সহানীয় সম্পদ, সময় ও মানব শক্তি/সত্তাকে সর্বোত্তম ব্যবহার তথা জীবিকায়নের মাধ্যমে প্রতিটি বাড়ীতে অর্থনৈতিক কর্মকান্ডের কেন্দ্র বিন্দুতে পরিণত করতে বদ্বপরিকর। সে ল্যক্ষে  প্রাথমিকভাবে দেশের প্রতিটি গ্রামে ৬০ জন সদস্য সমন্বয়ে গঠিত গ্রাম সংগঠনকে একটি স্বতন্ত্র অর্থনৈতিক ইউনিট হিসাবে গড়ে তোলার ল্যক্ষে ‘‘একটি বাড়ি একটি খামার’’ প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রকল্পের আওতাধীন সকল সুফলভোগীদের অংশগ্রহণের মাধ্যমে উঠান বৈঠককে প্রকল্প বাস্তবায়ন তথ্য তাদের জীবন ব্যবসহা নির্বাহের নিমিত্ত সিদ্ধান্ত গ্রহনের কেন্দ্র বিন্দুতে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় উপকারভোগীদের প্রতি নামে ২০০/- টাকা সঞ্চয় জমার বিপরীতে সমপরিমান ২০০/- টাকা করে উৎসাহ বোনাস এবং প্রতি বছরে সমিতিকে ১,৫০,০০০/- টাকা করে ২ বৎসরে মোট ৩০০,০০০/- লক্ষ টাকা প্রশিক্ষনত্তোর সহায়তা তহবিল প্রদান করা হবে। ২ বছরে প্রতিটি সমিতি তহবিলের পরিমান ৯,০০,০০০/-লক্ষ টাকা  করা হবে।

কর্মসূচীর মেয়াদ:

জুলাই/২০০৯ হতে জুন/২০১৩ পর্যন্ত সরকারী অর্থায়নে বাস্তবায়িত হয়। জুলাই/২০১৩ থেকে জুন/২০১৬ পর্যন্ত প্রকল্পটি সম্প্রসারিত আকারে বাস্তবায়িত হবে।

ল্যক্ষ:

‘‘একটি বাড়ি একটি খামার’’ প্রকল্পের মূল ল্যক্ষে প্রতিটি পরিবারকে মানব ও অর্থনৈতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে টেকসই আর্থিক কার্যক্রমের একক হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে ২০১৫ সালের মধ্যে জাতীয় দারিদ্র ৪০% থেকে ১৫% - এ নামিয়ে আনা।

বর্তমানে প্রতিটি  উপজেলায় সকল ইউনিয়নের ৯টি করে  গ্রামে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রতি সমিতিতে উপকারভোগী সদস্য সংখ্যা ৬০ জন( ৪০ জন মহিলা ও ২০ জন পুরুষ)।

ব্রাক্ষণবাড়িয়া জেলার কার্যক্রম :

ক্রমিক নং

কর্মকান্ডের বিবরণ

মোট অগ্রগতি

 ০১

সমিতি গঠন

 টি

০২

সদস্য ভর্তি       

জন

০৩

 সঞ্চয় জমার পরিমাণ

লক্ষ টাকা

০৪

সঞ্চয়ের বিপরীতে বোনাস প্রদান

 লক্ষ  টাকা

০৫

 প্রশিক্ষনোত্তর সহায়তা তহবিল প্রদান                                      

 লক্ষ টাকা
০৬                             সম্পদ বিতরন (গরু, হাস, মুরগী, টিন, টিউবয়েল  ইত্যাদি)